সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন সোবহানীঘাট থেকে তীর শীলংয়ের ১১ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন-এর নেতৃত্বে গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম টহলরত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে টহল দল ক্বীনব্রীজের নীচে খালি জায়গায় অভিযান চালায়।
এসময় তীর শীলং খেলারত অবস্থায় ১১ জন জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ। আটকরা হলেন,
নিজাম উদ্দিন (৪০), জনি রিষি (২০), মন্তু মিয়া (২৯), লায়েক মিয়া (২০), রুবেল মিয়া (২৮), শাহিন মিয়া (৩৭), আব্দুল মোতালেব (৪৫), নজরুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (২৭), পাপলু মিয়া (৪০), জহিরুল ইসলাম (৪০)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ননএফআইআর মামলা রুজু করা হয়েছে।
যাযাদি/ এম