শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হাজীগঞ্জে সাপে কাটা রোগীকে হাসপাতালে ভর্তি

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ১০ জুলাই ২০২৪, ১২:৪৩
হাজীগঞ্জে সাপে কাটা রোগীকে হাসপাতালে ভর্তি
ছবি: যায়যায়দিন

সারা দেশের ন্যায় চাঁদপুরেও রাসেল'স ভাইপারসহ বিষাক্ত সাপের আনাগোনা বেড়েছে। ইতিমধ্যেই বিষাক্ত সাপের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আতঙ্ক ছড়িয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া এলাকায় সাপের কামড়ে আক্রান্ত রফিকুল ইসলামের স্ত্রী রেহানা বেগম (৪০) কে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানো হয়।

সাপের কামড়ে আহত রেহানা বেগম জানান, প্রতিদিনের ন্যায় বাড়ীর পুকুরে গোসল করতে ঘাটলায় যান। সেই সময়ে আরো কয়েকজন মহিলাও ছিলো। হঠাৎ দেখতে পান গোসল করতে আশা ভাতিজা বউয়ের পায়ে লম্বা একটি সাপ পেঁচিয়ে ধরছে। তার ডাক-চিৎকার এবং পায়ের ঝাঁকুনিতে সাপটি এসে আমার উপর পড়ে এবং কামড় দেয়। পরবর্তীতে আমার স্বামী রফিকুল ইসলামসহ বাড়ীর লোকজন দ্রুত আমাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আজাদুল হক রাসেল জানান, সাপে কাটা রোগী ভর্তির সাথে সাথেই তাকে এন্টিভেনম দেয়াসহ জরুরী চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বর্তমানে এই রোগী আগামী ২৪ ঘন্টা মেডিসিন কনসালটেন্ট ডা. মহিবুল আলম রুবেল এর সার্বিক তত্ত্বাবধানে থাকবেন।

রাসেলস্ ভাইপার বা বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার কথা বলেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম।

তিনি জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলস্ ভাইপারসহ সকল বিষাক্ত সাপের বিষ নিষ্ক্রিয় করার এন্টিভেনম পর্যাপ্ত রয়েছে। তাই যে কোনো সাপের কামড়ে কোনো রোগীকে সাপুড়ে বা কবিরাজের কাছে না নিয়ে সোজা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে