নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক প্রমুখ। সভায় কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম