কুমিল্লার বরুড়ায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ আগষ্ট) বিকাল ৩টায় জাতীয় সংসদ সদস্য ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের নির্দেশে শোক মিছিলটি বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জিরো পয়েন্টে সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, এ সময় শোক মিছিলে উপস্থিত ছিলেন এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাদল, বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মিঠু, আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান, মনিরুজ্জামান বাবুল, হাজী মোঃ সেলিম, শিলমুড়ী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কবির হোসেন, শিলমুড়ী দঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরে আলম সিদ্দিকি স্বপন, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শিলমুড়ী উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল কায়সার, যুগ্ম আহবায়ক ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন, চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন মিহির, সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান রকি, পৌরসভা ছাত্রলীগের সাবেক আহবায়ক গোলাম ফারুক রুবেল, উপজেলা ছাত্র লীগ নেতা আশরাফুল্লা খন্দকার, শাফায়াত হোসেন বাবলু, রনি মিয়াজী, মোঃ রনি প্রমুখ।
এ দিন অনুষ্ঠান শুরুতে বরুড়া পুর্ব বাজার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডিজিটাল বিলবোর্ডের সাহায্যে জাতীয় সংসদ সদস্য ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম জুম প্ল্যাট ফরমে বক্তব্যে ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সম্প্রতি সারা দেশে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টিকারীদের মোকাবিলার জন্য বরুড়া উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পাশাপাশি নিজেদের পরিবারের সদস্যদের খোজ খবর রাখার জন্য বলেন, তিনি আরও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে তাই বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
যাযাদি/ এম