শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রায়পুরায় দূর্বৃত্তদের হাতে মটরসাইকেল আরোহী খুন

রায়পুরা (নরসিংদী)  প্রতিনিধি
  ২১ আগস্ট ২০২৪, ০৯:৫৫
আপডেট  : ২১ আগস্ট ২০২৪, ০৯:৫৭
রায়পুরায় দূর্বৃত্তদের হাতে মটরসাইকেল আরোহী খুন
ছবি : যায়যায়দিন

নরসিংদীর রায়পুরায় দূর্বৃত্তের হাতে আব্দুল মোমেন মিয়া (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। সে পাশর্^বর্তী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গাবতলী গ্রামের মো: আসাদ মিয়ার পুত্র। এ ঘটনায় অনিক নামে আরো একজন আরোহী গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে (গতকাল) মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ঢাকা সিলেট মহাড়কের চারারবাগ নামক এলাকায়। নিহত মোমেন মিয়াসহ কয়েকজন মিলে ডিমের ব্যবসা করতো বলে জানা গেছে। ব্যবসায়ী বিরোধ নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে স্বজনদের দাবী।

পুলিশ ও স্বজনরা জানান, মোটর সাইকেলে অনিককে নিয়ে মোমেন তার বোনের বাড়ী বেলাবো উপজেলার হোসেন নগর গ্রাম থেকে তার বাড়ী চারারবাগে যাচ্ছিলো। মোটর সাকেলটি চারারবাগে আসা মাত্র পূর্ব থেকে ওৎপাতা কয়েকজন লোক তার উপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি কোপাতে থাকলে ঘটনাস্থলেই মোমেন রক্তাক্ত জখম হয়ে মৃত্যু বরণ করেন বলে জানা যায়। গুরুতর আহত হন অনিক।

খবর পেয়ে রায়পুরা থানার ওসি মো: সাফায়েত হোসেন পলাশ ঘটনাস্থলে পৌছে নিহত মোমেনের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে