বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গ্রেফতার 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০
কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গ্রেফতার 
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা হিরনকে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ ।

রোববার (৮ সেপ্টেম্বর) আনুমানিক দিবাগত রাত দুইটায় উপজেলার চিরাং ইউনিয়নের চিতোলিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে । এর আগে গত ৫ সেপ্টেন্বর জেলা ওলামা দলের সহসভাপতি মোঃ আতাউর রহমান কাদেরী বাদী হয়ে ১০৪ জনকে আসামি করে হামলা, ভাঙচুর, জখম ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন । গোলাম মোস্তফা হিরন এই মামলার ২৫ নাম্বার আসামি ।

বাদী আতাউর রহমান কাদেরী বলেন, অন্যান্য আসামিদেকেও দ্রুত গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই ।

এ বিষয়ে কেন্দুয়া থানা এসআই মামলার তদন্ত অফিসার কামাল আহমেদ মুঠোফোনে জানান, বিস্ফোরক আইনে গ্রেফতার করে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে