বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

ভাঙ্গুড়ায় ছাত্র শিবিরের বরণ ও আলোচনা সভা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৮
ছবি : যায়যায়দিন

"এসো কোরআনের আলো মেখে আলোচিত হই, আঁধারের শত পথ মারিয়ে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শিবিরের আয়োজনে শরৎনগর সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসা,সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রী কলেজ, সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়ের সভাপতিত্বে এবং রকিবুল ইসলাম'র সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা ছাত্র শিবির এর সাধারণ সাম্পদক আবুল কালাম আজাদ।

বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাবেক জেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া উদ্দিন, পাবনা জেলা শিবিরের আইন বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ, পাবনা জেলা ছাত্রশিবিরের সংস্কৃতিক বিষয়ক পরিচালাক নাজিমউদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাইমুল ইসলাম,শিবির সেক্রেটারী মাসুদ রানা, মোঃ সাদিকুল ইসলাম সহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বড় হতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে, সময় নষ্ট করা যাবে না। মানুষ হওয়ার জন্য মনে-প্রাণে স্বপ্ন দেখতে হবে। নীতি -নৈতিকতার জ্ঞান অর্জন করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে কুরআন এবং হাদিসের জ্ঞান রাখতে হবে। বর্তমান পৃথিবীতে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সাথে নিজেদের ঢেলে সাজাতে হবে। অনুষ্ঠানের শুরুতে রজনী ফুলের স্টিক এবং মিষ্ট দিয়ে ছাত্রদের বরণ করেন,ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে