রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ছিল আল কুরআন। তাই আল-কুরআন থেকে বিচ্ছিন্ন করে রাসুল চরিত্রকে বুঝা যেমন সম্ভব নয়, তেমনি আল-কুরআনের শিক্ষাকে সঠিকভাবে বুঝতে হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ২৩ বছরের জীবনের আলোকেই বুঝতে হবে। কারণ বিশ্বনেতা হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন ওই আন্দোলনের চাহিদা অনুযায়ী যখন যতটুকু প্রয়োজন ততটুকুই অবতীর্ণ করা হয়।
সোমবার দেওয়ান বাজার রাজাপুকুর লেইনস্থ ইসলামিক সেন্টারের আয়োজনে সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
মাওলানা শাহজাহান বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ বিশ্বমানবতার একমাত্র মুক্তির দূত। এ মহামানবের আদর্শ ছাড়া মানুষের মুক্তির চিন্তা করা একটি বাস্তবতাকে উপেক্ষা করা ছাড়া আর কিছুই নহে। বর্তমান এ বিপর্যস্ত পৃথিবীটাই প্রধান সাক্ষী। সারা পৃথিবী জুড়ে মানব রচিত বা মানুষের মস্তিষ্ক তৈরী আইন ও কানুন দিয়ে শান্তি আনয়নের চেষ্টা সাধনা করা হচ্ছে। কিন্তু শান্তি তো দুরের কথা, বরং মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। উদাহরণ স্বরূপ বলা যায় আমরা কুরআনের হুকুম অনুযায়ী নামাজ, রোযা, হজ্জ পালন করছি কিন্তু আল কুরআনের সামাজিক মর্যাদা আমরা দিতে চাই না। পুরো পৃথিবীর আজ করুণ অবস্থা, এ অবস্থা থেকে বাঁচতে হলে দ্রুত আমাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ জীবনের কাছে ফিরে আসতে হবে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আল কুরআনকে সামাজিক মর্যাদা দিয়েছিলেন সে ভাবে কুরআনের মর্যাদা দিতে হবে ।
দেওয়ান বাজার ইসলামিক সেন্টারের সভাপতি এডভোকেট আনোয়ার সাদাত এর সভাপতিত্বে সীরাতুন্নবী (সঃ) মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও নগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন, বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা সাফওয়ান আজহারী।
যাযাদি/ এসএম