বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশিক খানকে বদলী করা হয়েছে। তার কর্মস্থলে যোগদান করছেন খৃষ্টফার হিমেল রিছিল।
সোমবার রাষ্ট্রপতির আদেশে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফয়সাল আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ময়মনহিংস জেলার বাসিন্দা খৃষ্টফার হিমেল রিছিলকে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে পদায়ন এবং পাবনা জেলার বাসিন্দা মো: আশিক খানকে ধুনট উপজেলা থেকে বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে বদলী করা হয়।
যাযাদি/ এসএম