ময়মনসিংহের তারাকান্দায় "শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে" প্রাথমিক শিক্ষকদের প্রাণের দাবী আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তারাকান্দা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন,মজিবর রহমান,আনির উদ্দিন,নুরুল আমিন,মমতাজ বেগম,সহকারি শিক্ষক সায়েদুল ইসলাম আকাশ,হারুনুর রশিদ,ইমরানুল হাই,জুয়েল আহমেদ সরকার,মাহতাব উদ্দিন তালুকদার,ওবায়দুল হক,সামছুল হক খোকন,শামিমা আক্তার,জেসমিন আক্তার,আব্দুল্লাহ আল নোমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো: তৌহিদুল কবির। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এর বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।
যাযাদি/এসএস