রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কাশিয়ানীতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২৪, ২১:৫৬
কাশিয়ানীতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ছবি-যায়যায়দিন

“আগামী প্রজন্মকে সক্ষম করি” “দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, অগ্নির্নিবাপন বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাসেদুজ্জামানের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। ভাটিয়াপাড়া ফায়ার স্টেশন মাস্টার মোঃ আজিজুল হক রাজনের নেতৃত্বে অগ্নি নির্বাপনের মহড়া অংশ গ্রহণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাসেদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ,চেয়ারম্যান মোঃ আন্জুরুল ইসলাম আন্জু, প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান,সমাজ সেবা অফিসার মোঃ বজলুর রশিদ কনক, প্রকৌশলী মোঃ আওয়াল হোসেন প্রমূখ।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে