নাটোরের বড়াইগ্রামে পতিত সরকারের সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিমালিকানা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর গেটে নাটোর-পাবনা মহাসড়কে ওই কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, বনপাড়ায় সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিমালিকানা শিক্ষা প্রতিষ্ঠান এসআর পাটোয়ারী এডুকেয়ার ইন্সটিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে চারতলা ভিত বিশিষ্ট একতাল একটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। ওই ভবনের জন্য মোট বরাদ্দ এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলী এন্টারপ্রাইজ, নাটোর বাস্তবায়ন করবেন।
গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ খবর জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন সচেতন নাগরিক সমাজ। সরকারি টাকায় করা ভবন কি করে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে হয় তা কারও কাছেই বোধগম্য হচ্ছে না। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে মানববন্ধন করে প্রতিবাদ করেন সচেতন নাগরিক সমাজ। এসময় বক্তারা বলেন, সাবেক এমপি বিভিন্নভাবে সব সেক্টোরে দূর্নীতি করেছেন। তারই ধারাবাহিকতায় ব্যক্তিগত প্রতিষ্ঠানে সরকারি ভবন বরাদ্দ নিয়েছেন। এসিল্যান্ডকে পতিত সরকারের ডামি এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কোন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা না করার অনুরোধ জানান তারা। তারা বলেন, উপজেলার অন্তত ২৫/৩০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা দীর্ঘদিন ধরে কোন ভবন না পেয়ে জরাজীর্ণ শ্রেণি কক্ষে পাঠদান করিয়ে আসছেন। তাই অনতিবিলম্বে এই ভবনের বরাদ্দ বাতিলের দাবী করা হয়েছে। এর ব্যতয় হলে দাবী বাস্তবায়নে কঠোর কর্মসূচি নিতে পিছপা হবেন না সচেতন সমাজ।
তারা আরও বলেন, ডা. সিদ্দিকুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন সময় সরকারি ও জাইকা থেকে মোটা অংকের টাকা তার মালিকাধীন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ নিয়ে নয়-ছয় করারও অভিযোগ রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসিল্যান্ড মোঃ আশরাফুল ইসলাম। উদ্বোধন শেষে এসিল্যান্ড স্যার উপস্থিত সকলের সামনে ঘোষনা দিয়ে বলেন কাজ ঠিক মতো করবেন। আর “কেউ বাধা দিলে বা চাঁদা চাইলে জানাবেন ব্যবস্থা নেবো”।
কাজের দায়ত্বি থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, সাবেক সরকারের সময় বিধি মোতাবেক এটার বরাদ্দ হয়েছে। এখন এটার প্রতিবাদ হলে চাইলে স্থানান্তর করে নেয়া যেতে পারে।
এ বিষয়ে কথা বলতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, ওই স্কুলে সরকারি বরাদ্দে ভবন নির্মাণ কাজের উদ্বোধনের জন্য ডাকা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে আমি সেখানে উপস্থিত হয়েছি। আমার উপর অর্পিত রাষ্ট্রিয় দায়িত্ব পালন করেছি মাত্র।
যাযাদি/এস