মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

কালীগঞ্জে চোলাই মদ ও জাওয়াসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩৫
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান করেছে থানা পুলিশ। অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতারসহ ১শত লিটার জাওয়া ও ৫ লিটার চোলাই মদ জব্দ করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এরআগে একই দিন দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় (নং ৩১) গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বাহারদুসাদী ইউনিয়নের ঈশ্বপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে রঞ্জন দাস (২৮), মৃত অনিল চন্দ্র দাসের ছেলে রনি ওরফে জনি চন্দ্র দাস (২৩) ও মৃত অহিদের ছেলে মো. আরিফ (৫০)।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে ঈশ্বপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালাই। অভিযানে ওই গ্রামের জনৈক সুনীল চন্দ্র দাসের পরিত্যক্ত মুরগির খামারের দোচালা টিনের ঘরে থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৫ লিটার চোলাই মদ এবং প্লাসটিকের ড্রামে ১শ লিটার মদ তৈরির উপকরণ জাওয়া জব্দ করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৪(গ) ধারার থানায় একটি মামলা (নং ৩১) দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতারকৃতদের দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে