বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোসাইরহাটে ৫শ পিস ইয়াবাসহ নারী আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১৩:০৩
গোসাইরহাটে ৫শ পিস ইয়াবাসহ নারী আটক
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের গোসাইরহাটে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিনা ঢালী (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পট্টি ব্রিজের দক্ষিনে তিন রাস্তার মোড়ে নাহিদ সরদারের দোকানের উত্তর পাশ থেকে এসআই মো. বিল্লাল হোসেন তার সঙ্গীয় ফোর্স তাকে আটক করেন। আটককৃত রিনা ঢালী গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড এলাকার আনসার ঢালীর স্ত্রী।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পট্টি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ রিনা ঢালীকে আটক করা হয়। তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শরীয়তপুর জেল হাজতে হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে