শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি শেরপুর
  ০২ নভেম্বর ২০২৪, ২০:২৯
ছবি: যায়যায়দিন

শেরপুরে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় আয়োজিত ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মো. মেহেদী আলী খান।

ওইসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়াতে বাধ্য হয়েছে। আমাদের উপরে অত্যাচার নির্যাতন কম হয়নি। তবুও বিএনপির কিছু নেতা-কর্মীর শিক্ষা হয়নি। শেরপুরের আওয়ামীলীগের অনেক বিপথগামী নেতাকর্মী যারা অর্থবিত্তের মালিক, খুনের মামলায় অভিযুক্ত, তাদেরকে বিএনপির কেউ কেউ লালন পালন করছেন। সত্য-মিথ্যা আত্মীয়তার পরিচয় দিয়ে বাঁচাতে চাচ্ছেন। এমন প্রমাণ আছে আমার কাছে। সময় মতো তাদের পরিচয় পরিস্কার করা হবে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না।সম্ভাবনা নেই, তবে আবার যদি আওয়ামী লীগ আসে, তাহলে সবার জন্য বড় আয়নাঘর অপেক্ষা করছে। তাই সবাই সাবধান হয়ে যান।

জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা সম্পাদক হামিদা খাতুনসহ জেলা বিএনপি এবং জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা।

সমাবেশের আগে বিভিন্ন উপজেলা শাখা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে