শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

বারি ও সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজীপুর প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ২১:৩৬
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর মধ্যে এক সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মুহাম্মদ আতাউর রহমান এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম. হুমায়ুন কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে বারি’র সাবেক পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ মাসুম উপস্থিত ছিলেন।

এছাড়াও বারি এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির কো—অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. ইমরান খান চৌধুরী।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে