বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে সদ্য পুনর্গঠিত পার্বত্য জেলা পরিষদে নিযোগকৃত চেয়ারম্যান সদস্যদের বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন  

খাগড়াছড়ি প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ২০:১৭
ছবি : যায়যায়দিন

খাগড়াছড়িতে সদ্য পুনর্গঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সকল সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিলের দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র- জনতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুইমারা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

আজ মঙ্গলবার ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন করেছে লিখিত বক্তব্য পাঠ করেন উশেপ্রু মারমা ।

লিখিত বক্তব্য আগামী ২৪ ঘন্টার মধ্যে নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান জিরুনা এিপুরা ও নব গঠিত পরিষদ বর্গকে বাতিল করা না হলে খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন।

নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব ছাত্র জনতার পক্ষে উশ্যেপ্রু মারমা, বিদুর্ষী চাকমা, মোঃ ইব্রাহিম খলিল ও সুমিত্রা চাকমা সূর্য কারবারী ত্রিপুরা ।

নেতৃবৃন্দ ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আওয়ামী লীগের দোসরকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে