শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

তালায় জরায়ুমুখে ক্যানসারের টিকাদান নিয়ে মধ্যবর্তী অবহিতকরণ সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৪০
ছবি: যায়যায়দিন

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বুধবার (১৩ নভেম্বর) সকালে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মধ্যবর্তী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ খালিদ হাসান নয়ন, এমওডিসি ডাঃ সবুজ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক মুজিবর রহমান, মোঃ বেলাল হোসেন,উত্তরণের টুম্পা খাতুন ও হাসপাতালের এমটিইউপিআই শেখ সাদিুর রহমান রিপন প্রমুখ।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ১৩ হাজার ৩৯৬ জন ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী ১৭১ জন কিশোরীদের জন্য পরিচালিত হচ্ছে। তাদেরকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে উক্ত কার্যক্রমের শতকরা প্রায় ৮৮ ভাগ সম্পন্ন হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে