শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

চুয়াডাঙ্গার যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা; আটক ২

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৬
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে সবুজ (২৩) নামের এক যুবককে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

নিহত যুবক সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে।

এ ঘটনায় পুলিশ দু'জন সন্দেহভাজন যুবককে আটক করেছে।

নিহত যুবক সবুজ গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঝিনাইদহ থেকে পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের আলামত সংগ্ৰহ করে। এরপর দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে।

বেলগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য হারুন মন্ডল জানান, নিহত যুবক সবুজ গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে এদিন রাত ৯টার দিকে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কি কারেন সবুজ নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছে তা তিনি বলতে পারেননি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এদিন সকালে খবর পেয়েই আগে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দু'জনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ল ঘটনাস্হল পরিদর্শক করে জানান, এ হত্যাকান্ডের তদন্তকাজ শুরু হয়েছে, তদন্ত শেষে হত্যার কারন জানা যাবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে