শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে ফরিদগঞ্জে স্মরণসভা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ১৪:৪৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে ফরিদগঞ্জে স্মরণসভা
ছবি: যায়যায়দিন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শহীদের স্মরণে তাদের উপস্থিতিতে ফরিদগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) সকালে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এই সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, অফিসার ইনচার্জ মো. শাহআলম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, জামায়াত ইসলামী ফরিদগঞ্জ শাখার আমির ইউনুছ হেলাল, জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবা য়ক নাসির পাটওয়ারী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আবুল হাশেম, নামজুস সাকিব, ছাত্র নেতা শাহপরান। আলোচনা শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত তিনজনের স্বজনের কাছে উপজেলা প্রশাসনের কাছে অর্থ সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে