বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৩৭
রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: যায়যায়দিন

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর খেলা উদ্বোধন করা হয়েছে। উ‌দ্বোধনী খেলায় ক‌বিরহাট ক্লাব নোয়াখা‌লি বনাম একতা সংসদ বল্টুরাম, রামগ‌ড় অংশ নেয়।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর আড়াই টায় ঐতিহাসিক রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপি'র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

এসময় খাগড়াছ‌ড়ি জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা,রামগড় উপজেলা বিএনপি'র সভাপতি ইব্রাহিম খলিল,সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু,পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজালাল কাজলসহ ক্রীড়া প্রেমী দর্শক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্না‌মে‌ন্টের প‌রিচালনা‌ ক‌মি‌টির আহবায়ক আলিম উল্লাহ জানান,দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে আট‌টি দল এ খোলায় অংশ নি‌য়ে‌ছে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে