চাঁদপুরের ফরিদগঞ্জে সাবিনা আক্তার (২১) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। সাবিনা আক্তার পুর্ববড়ালী গ্রামের কাউসার হোসেনে’র স্ত্রী ও দুই সন্তানের জননী।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে সাবিনা আক্তার দোচালা বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও তার মৃত্যুর হয়েছে শুনে পরিবারের লোকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করেছে। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের শুক্কুর আলীর পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলো সে।
এ ব্যাপারে থানার ওসি শাহ আলম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।
যাযাদি/ এসএম