শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রায়পুরায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশের মতবিনিময়

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭
রায়পুরায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশের মতবিনিময়
ছবি: যায়যায়দিন

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন নরসিংদীর রায়পুরা থানা পুলিশ।

হানাদার মুক্ত দিবস সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে (৫ডিসেম্বর) থানা চত্বরে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের ডেকে এনে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় করেন তারা। এতে স্বাধিনতাকালীন সময়ের স্মৃতিচারণ করেন অনেক মুক্তিযোদ্ধা।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ এর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফফান আলম আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমূখ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে