ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও মেধাবী এসএসসি সমমানের পরীক্ষার্থীদে মাঝে বোর্ড ও কেন্দ্র ফি দিলো ‘বন্ধন-১২’ নামে একটি সংগঠন। প্রতিবছর সংগঠনটি অসহায় কিন্তু মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের পাশে দাঁড়ায়।
সেই অনুযায়ী সংগঠনটি ২০২৫ সালের বিরামপুর উচ্চ বিদ্যালয়ের ১২ জন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ জন, লড়াইচর মদীনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার ৩ জন এবং দ.লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসার ৪ জন এসএসসিও সমমানের পরীক্ষার্থীর হাতে বোর্ড ও কেন্দ্র ফি বাবদ অনুদানের টাকা তুলে দেন ।
এই উপলক্ষে গতকাল বিরামপুর এস জে এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বন্ধন-১২ এর আহবায়ক এস.এম মফিজুর রহমান’র সভাপতিত্বে ও সদস্য সচিব এ.জেড.এম শামছুদ্দিন ফারুক মিয়াজী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো.আলমগীর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান, বিরামপুর এস.জে.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, আমেরিকান প্রবাসী মো. মহসিন খাঁন, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথামিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইমাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ‘স্বপ্ন ফাউন্ডেশন’র আর্থিক সহযোগিতায় ‘বন্ধন-১২’ উক্ত কর্মসূচি বাস্তবায়ন করে। ‘স্বপ্ন ফাউন্ডেশন’ আমেরিকান একটি প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মো. আহাদ এই অর্থের যোগান দেন।
যাযাদি/ এসএম