শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফরিদগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাবিবুল বাশার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০০
ফরিদগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাবিবুল বাশার
ছবি: যায়যায়দিন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আইউব আলী খান কমপ্লেক্স মাঠে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ১২টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক হাবিবুল বাশার সুমন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবীব, মোঃ হাছান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল খান, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন, প্রবাসী মানিক পাটওয়ারী, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সজিব, ইকবাল হোসেন পাটোয়ারী, হাসান আল মামুন, বিল্লাল হোসেন।

উদ্বোধনী খেলায় বাড্ডা বয়েস ক্লাব, শিশির বিন্দু একাদশের মুখোমুখি হয়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে