২৮ ডিসেম্বর শনিবার কর্মী সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখা মিছিল সমাবেশ করেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিশাল মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মজিদিয়া কামিল মাদ্রাসার সমানে সমাবেশে উপজেলা শাখার আমির মাও. ইউনুছ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শনিবার(২৮ ডিসেম্বর) সকালে উপজেলা সদরস্থ বিআরডিবি মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, বর্তমান নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া।
যাযাদি/ এম