নরসিংদীর বেলাবোতে ট্রাক্টর চাপায় উপজেলা এলজিডি অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল মোল্লা সুজন(৩১) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে২৯ ডিসেম্বর দুপুর দুইটার দিকে, উপজেলার আমলাবো ইউনিয়নের বটেশ্বর এলাকার চান মিয়ার মোড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায় উপসহকারী কর্মকর্তা ঘটনাস্থলে মোটরসাইকেল চালিয়ে উক্ত স্থানে গেলে বিপরীত দিক থেকে আশা একটি মাটিবাহী ট্রাক্টর (ইছারমাতার) চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।
উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকাল বের হয় ফয়সাল দুপুর ২.০৫ মিনিটে খবর পাই সে দূর্ঘটনা কবলিত হয়েছে । এবং স্থানীয়রা একটি ব্যাটারি চালিত রিক্সায় হসপিটালে পাঠাই সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা কর।
উপজেলা সহকারি সার্জন ডাঃ মমতাজ সরকার বলেন,আমাদের এখানে আনার পর তাকে জীবিত পাইনি। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছে।
ঘটনার খবর পেয়ে সরকারি পুলিশ সুপার রায়পুরা সার্কেল আপসান আল আলম ও বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
যাযাদি / এআর