কনকনে শীতে জবুথবু জনজীবন। তাতে কী নতুন বই পেতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর হাতে। নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও।
অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা।
বই বিতরণ উৎসবকে ঘিরে বেলা ১২টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ‘বই উৎসব’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফুলপুর পাইলট মডেল সরকারি স্কুলে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, পাইলট মডেল সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে ছালমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, নতুন বই শিক্ষার্থীদের জন্য নতুন বছরের উপহার। নতুন বই তাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নতুন বইয়ের প্রতিটি পৃষ্ঠা তাদের মনোজগতে বিস্ময় তৈরি করে।
যাযাদি/ এম