শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বেলাবোতে অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
বেলাবোতে অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

বেলাবো তে আলোচিত স্কুল ছাত্র অনয় চন্দ্র মোদক(১৩) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা। ২১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে বেলাবো পাইলট সরকারী মর্ডান উচ্চ বিদ্যালয় ও বেলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী বাজারের প্রবেশদ্বারের সড়কে প্রথমে মানববন্ধন করে।

মানববন্ধন শেষে অনয় হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিলে আমার ভাই মরলো কেন,অনয় হত্যার বিচার চাই সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল-আমিন হালদার। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বিক্ষোব্ধ শিক্ষার্থীদের অনয় হত্যার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ শেষ করে স্ব স্ব বিদ্যালয়ে ফিরে যায়।

তবে পুলিশ বলছে তদন্ত অনেক দূর এগিয়েছে অতি দ্রুত অনয় হত্যার রহস্য উম্মোচনসহ জড়িতদের গ্রেফতার করা হবে। এর আগে ১৯ জানুয়ারী রোববার উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদীকান্দা এলাকা পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অনয়ের লাশ উদ্ধারের করে । এর আগে বরিশালের ভোলা জেলার লালমোহন থানার চরলক্ষী সিকদার বাড়ির সুমন হোসেন নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে বেলাব থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমনের বিকাশ নাম্বারে স্কুল ছাত্র অনয় অপহরণের মুক্তিপণ দিয়েছিল অনয়ের স্বজনরা।

উল্লেখ্য যে,চলতি মাসের ১৪ তারিখে সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক মাটিয়াল পাঁড়া নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ ক্রয় করার জন্য বেলাবো বাজার যায়। পরে সন্ধ্যা ৮টার দিকে উপজেলা রোড আনাফ রেস্টুরেন্ট হতে নাস্তা করে বের হবার পর নিখোঁজ হয়। পরে একটি অপরিচিত নাম্বার থেকে অনয়ের পরিবারে ফোন করে জানানো হয় অনয়কে অপহরণ করা হয়েছে। অনয়কে জীবিত পেতে চাওয়া হয় এক লক্ষ টাকা মুক্তিপণ।

বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দেয়া হয় ভোলার লালমোহন থেকে গ্রেফতারকৃত মোশারফ হোসেনের ছেলে সুমনের মোবাইল নাম্বার। অনয়ের স্বজনরা অপহরণকারীদের দেয়া মোবাই নাম্বারে মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করে। কিন্তু অপহরণের ৫ দিন পর গত রোববার বিকালে অনয়ের লাশ ভেসে উঠে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদে।

বেলাবো পাইলট সরকারী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ ও বেলাবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন বলেন বলেন,অনয় অত্যান্ত ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। যারা অনয়কে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বেলাবো থানা ওসি মীর মাহবুবুর রহমান বলেন.ঘটনাটি অত্যান্ত সেনসেটিভ। আমরাসহ নরসিংদী জেলা পুলিশ ও পুলিশ সুপার মহোদয়ের নের্তৃত্বে আমাদের সার্বিক তদন্ত অব্যহত আছে। আমরা অনেক দূর এগিয়েছি। আমরা অতি শ্রীঘ্রই কমপ্লিট তদন্ত সমাপ্ত করে হত্যার রহস্য উম্মোচন করতে পারবো আশা করছি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে