সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহে চীনা নববর্ষ উদযাপন 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯
ময়মনসিংহে চীনা নববর্ষ উদযাপন 
ছবি: যায়যায়দিন

অন্যচিত্র ফাউন্ডেশন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর সহযোগিতায় ময়মনসিংহ শহরে চীনা নববর্ষ ২০২৫ উদযাপনের একটি স্মরণীয় আয়োজন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান সাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপন এবং টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের গুরুত্বকে তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত হয়।

'পুনর্জীবন, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন' শীর্ষক থিমের অধীনে, এই আয়োজন ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলের জলবায়ু সংকট মোকাবেলায় পরিচ্ছন্ন শক্তি সমাধানের সম্ভাবনা তুলে ধরে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা এবং চীনের মতো বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার সুযোগ প্রদর্শিত হয়।

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, এই উদযাপন আমাদের সাংস্কৃতিক বিনিময়কে স্বাগত জানানোর এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়নে প্রতিশ্রুতির প্রতিফলন।

ময়মনসিংহ ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সদস্য সচিব তুহিন তালুকদার যোগ করেন, ময়মনসিংহ অনন্য পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন, যা নবায়নযোগ্য শক্তি দিয়ে সমাধান করা সম্ভব। একটি স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

এই অনুষ্ঠানে স্থানীয় অংশীদার, শিক্ষার্থী এবং পরিবেশবিদদের একত্রিত করে সবুজ উদ্ভাবনের জন্য একটি ঐক্যবদ্ধ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন মামুন, কথা, শোভা, মুক্তা, ফারদিন, মিলি প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে