মানবসেবা উন্নয়ন সংস্থা চাটমোহর কর্তৃক থ্যালাসেমিয়া রুগী,আসহায়,বৃদ্ধ,বৃদ্ধাদের মাঝে মানবসেবা উন্নয়ন সংস্থার ২০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,প্রফেস’স বয়েন উদ্দিন অনার্স কলেজের অধ্যক্ষ,মোঃ সদর উদ্দিন,ইসলামী ব্যাংক চাটমোহর,শাখার প্রধান (এভিপি), মোঃ আবুল কালাম ছিদ্দিক,শিমলা হাসপাতালের মার্কেটিং ম্যনেজার,মোঃ রবিউল ইসলাম,মানবসেবা উন্নয়ন সংস্থার সদস্য,মোঃ আব্দুল হাকিম,ব্যবসায়ী,মোঃ আজাদুল ইসলাম,অনুষ্ঠানটি সার্বিক দায়িত্ব পালন করেন মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, আলহাজ্ব এম এস আলম বাবলু প্রমুখ।
যাযাদি/ এম