ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার(৫ ফেব্রুয়ারি) বেলা ৪ ঘটিকার সময় হরিণাকুন্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার ,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাসুরা খাতুন ,শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল হক টিটো, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম ,শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসাইন ,হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা: আব্দুল বারী এবং পরিচালনা করেন পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ পলাশ আহমেদ।
এই খেলাটি উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে (২ফেব্রুয়ারি) শুরু হয় এবংবুধবার (৫ফেব্রুয়ারি) সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম