যে দল কিংবা দলের নেত্রী সাধারন ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেয় তাকে ভারত থেকে এনে বাংলার মাটিতে বিচার করা হবে। গতকাল ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এ সব কথা বলেন।
নারায়নপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের আহবায়ক সফিকুল ইসলাম আপেল,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন,নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স,নরসিংদী জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,
বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু,বেলাব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন,কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজসহ প্রমূখ।
যাযাদি/ এমএস