শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার দুপুরে সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রক্তদান সেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
সংগঠনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল । বিশেষ অতিথি বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, সহকারী শিক্ষক রুস্তুম আলী, অধ্যক্ষ জাহাঙ্গির আলম, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, জাহিদুল হক মনির সহ আরো অনেকেই । সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে গাছের চারা, চাল, অতিথিদের ক্রেস্ট ও সদস্যদের মাঝে টি সার্ট বিতরণ করা হয়েছে ।
উপজেলার ইউএনও আশরাফুল আলম রাসেল এ সময় বলেন প্রাকৃতিক দূর্যোগের সময় উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের ভুমিকা অতুলনীয় তাদের দ্বারায় সমাজ উপকৃত হবে । মানুষের বিপদের সময় সেচ্ছাসেবীরা রক্ত সংগ্রহ করে হাসপাতালে মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়ায় এটা এক বিশাল ব্যাপার ।
তাদের সংগঠনের এ কার্যক্রমে প্রশংসা করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা ।
যাযাদি/ এমএস