শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাপাসিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
কাপাসিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব
ছবি: যায়যায়দিন

গাজীপুরের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজের উদ্যোগে ক্যাম্পাসে রোববার দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব পালিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু।

কলেজের সহকারী শিক্ষক আনোয়ার সাদেক ও বোরহান উদ্দিনের সার্বিক পরিচালনায় শিক্ষার্থীরা মুক্তমঞ্চে মনোজ্ঞ গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাসে নির্মিত বিশাল প্যান্ডেল-মঞ্চে উপস্থিত অতিথিরা কেক কেটে বসন্তবরণ ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকার, আব্দুল্লাহ ও শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন প্রমুখ।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত পিঠা উৎসবে "কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপের" এডমিন শারমিন সুলতানার নেতৃত্বে ৪০ জন উদ্যোক্তা তাদের স্টলে বাহারী পণ্য প্রদর্শণ করেন। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাসন্তী রঙের পোশাক পড়ে ক্যাম্পাস মুখরিত করে তোলে।

নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শণ ও বিক্রয়ের জন্য আগতদের আন্তরিক ভাবে শুভেচ্ছা ও সম্ভাষণ জানান। মেলায় বাহারী অসংখ্য রকমের পিঠা ও খাবার, হাতে তৈরি উন্নত ও সুস্বাদু কেক, চটপটি-ফুচকা, পোশাক, ফুল, বাচ্চাদের খেলনা সহ নানা ধরনের পণ্যের সমাহার ঘটেছে। বিকালে কলেজ ক্যাম্পাসের মেলায় নানা বয়সের নারী পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে।

এছাড়া মেলায় কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ অনলাইনে আবেদনের মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত হেল্প ডেস্ক খোলা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে