শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিখোঁজের দু’দিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬
আপডেট  : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬
নিখোঁজের দু’দিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দু’দিন পর বীর মুক্তিযোদ্ধা গনি শেখ (৫০ ‘র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের মৃত কামাল শেখের ছেলে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের একটি পরিত্যাক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা কমান্ডা এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, রোববার বিকালে চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বাড়ীর পাশে ধানক্ষেত সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মুক্তিযোদ্ধা গনি শেখের মরদেহটি উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতে ধরপাড়া গ্রামের রতন শেখ ও নাজমুল করিম নামে দু'জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় নিহত গনি শেখ এর ছেলে শিহাব শেখ বাদী হয়ে গতকাল রাতেই কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে