শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিআইইউ’তে বসন্ত বরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯
সিআইইউ’তে বসন্ত বরণ অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে অনুষ্ঠিত হয়েছে “বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪৩১”। নগরের জামাল খানস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার, ক্লাবের আহ্বায়কড. রোবাকা শামসের, অনুষদের ডীন, রেজিস্ট্রার ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

বিদেশে উচ্চশিক্ষা এবং ইমগ্রেশন সেবা সহায়ক প্রতিষ্ঠান “ডেল্টা ইমিগ্রেশন” এর সার্বিক সহায়তায় দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল পিঠা উৎসব। ক্যাম্পাস প্রাঙ্গনে বসে গরম গরম জাজমেন্ট, ধারা ১৪৪ – পিঠা কোর্ট, বসন্তের স্বাদ ও সূরভী, ভুরিভোজ, পিঠা পেয়ারি, অন্নজল, পিঠা মহলসহ বাহারী নামের পিঠা স্টল। এতে ঠাঁই পেয়েছে ভিন্ন স্বাদের ভিন্ন আমেজের নানা রকম সব পিঠা-পুলি।

২য় পর্বে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঙ্কন ও জেবার উপস্থাপনায় মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে মুন্না, সুকন্যা, জিনান, আলপনা, ইশমাম, অরিজিৎ, অর্ক, নিলেশ ও সীমান্ত। নৃত্য পরিবেশন করে বর্ষা, রিয়া, পৌষালি, সাবাহ, পূর্ণা, হিরা প্রমূখ। শর্মীর আবৃত্তি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে সেরা খাদক প্রতিযোগিতা সবার নজর কাড়ে। এবারের সেরা খাদক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আইন বিভাগের ছাত্র রেজা। সর্বাধিক বিক্রয়, মানসম্পন্ন খাবার উপস্থাপন ও দর্শক বিচারে সেরা স্টলের পুরস্কার পায় ধারা ১৪৪, পিঠা কোর্ট।

কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের বলেন, বসন্ত মানেই উৎসবের আমেজ। আর সিআইইউ এমন উৎসব আয়োজনের মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে