বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জৈন্তাপুরে সনদপত্র ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩
জৈন্তাপুরে সনদপত্র ও পুরস্কার বিতরণ
ছবি: যায়যায়দিন

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চতুল বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত হারুন মারইয়াম শিকদার গার্লস একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ২য় মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।

১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ডা: হারুনুর রশীদ শিকদার।

প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, তথ্য প্রযুক্তি ও প্রতিযোগিতা মুলক বিশ্বে ঠিকে থাকতে হলে প্রকৃত শিক্ষা জ্ঞান অর্জন করে দেশ জাতি ও সমাজ বিনির্মানে তরুন প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) আবিদ হােসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম কিবরিয়া, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চতুল আমীনা হেলালী টেকনিক্যাল স্কুলের সুপার হেলাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

সহকারি শিক্ষক শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাবিব উল্লাহ শিকদার, সহকারি শিক্ষক আশরাফ মো: ওজাহার, ও সাংবাদিক বিলালুর রহমান।

অনুষ্ঠানে পঞ্চম ও অষ্টম শ্রেনীর ৩০ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে