শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্রীমঙ্গলে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি’র মতবিনিময় সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫
শ্রীমঙ্গলে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি’র মতবিনিময় সভা
ছবি: যায়যায়দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় স্টেকহোল্ডার ও কমিউনিটি পুলিশের সাথে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) দুপুরে ট্যুরিস্ট পুলিশ জোন শ্রীমঙ্গলের আয়োজনে শহরের মহসিন অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বিভাগের (ঢাকা-সিলেট ও ময়মনসিংহ) দায়িত্ব প্রাপ্ত ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়ন এর পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য মোঃ আমিনুল ইসলাম।

সভায় পর্যটকদের নানা সমস্যা এবং পর্যটন শিল্পের সাথে জড়িতদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, বৈশাখী ট্যুরিজম এর সত্ত¡াধিকারি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম রুম্মন, স্মার্ট ট্যুরিজম এর সত্ত¡াধিকারি সাংবাদিক এম এ রকিব, টি হ্যাভেন রিসোট এর স্বত্বাধিকারী সুলতান মো:ইদ্রিস লেদু, কুমকুম হাবিবা, আহবায়ক-পর্যটন কল্যাণ পরিষদ রাধানগর শ্রীমঙ্গল, সদস্য সচিব তারেকুর রহমান পাপ্পু, গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফ এর সহকারী ম্যানেজার (সেফটি এন্ড সিকিউরিটি) মো: আরজু মিয়া, সহকারী বন সংরক্ষক আনিসুল হক, পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মিছির আলি, কার্যনির্বাহিনী সদস্য মো: মাহবুবুর রহমান, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন -২৩৫৯ এর উপজেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক সুমন, ভানুগাছ লাইন সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, ফুলছড়া চা বাগান (বালিশিরা ডিভিশন) এর সহকারী ব্যবস্থাপক কল্যাণ দাশ, ট্যুর অপারেটর ও সাংবাদিক তাপস দাশ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাওন আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ট্যুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশি-বিদেশী পর্যটকদের নিরাপত্তা বিধান করা ও জীব বৈচিত্র সংরক্ষণে সহযোগীতা করা।

সঞ্চালনায় ছিলেন, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অফিসার ইনচার্য (ওসি) মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে