চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন জোড়া খাম্বা সংলগ্ন মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুরী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ০৬ নম্বর লেইনের হাজী রফিক সাহেবের বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রীর নাম নুর জাহান (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।
পুলিশ সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের ৪র্থ স্ত্রী নুর জাহান। তিনি সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।
হালিশহর থানার এসআই আবু আসাদ মিয়া বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। চারটি বিয়ে করলেও তার সঙ্গে আছেন চতুর্থ স্ত্রী। বাকি তিন স্ত্রী কোথায় আছেন এখনও খোঁজ নিইনি। চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেন। বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি ও মনোমালিন্য চলছিল। শনিবার রাতে এ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ঘুমন্ত আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন আবার কখনো ইটভাটায় কাজ করতেন। তিনি একাধিক বিয়ে করেছেন। সবশেষ পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রী তাকে কুপিয়ে জখম করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর চতুর্থ স্ত্রীকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যাযাদি/ এমএস