বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হরিণাকুণ্ডুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮
হরিণাকুণ্ডুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান।

হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর এর সভাপতিত্বে ও গোবিন্দ কুমার ঘোষ এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুল হক খান, অতিরিক্ত কৃষি অফিসার জি এম বদরুল হাসান,হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ ,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সহ এই মেলায় উপ সহকারি কৃষি কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

এ বছর মেলায় ১২টি স্টল দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে স্টলে জায়গা করে নিয়েছে হরেক রকমের কৃষিপণ্য।

বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম খাত কৃষি। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোনো বিকল্প নেই।

সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলাটি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে