নরসিংদীর পলাশ উপজেলার ছোট তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মৃধা। আয়োজক কমিটির সভাপতি ইউরোস্টার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার শরিফ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের সভাপতি আবুল ফয়েজ ভূইয়া, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক রোমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, সমাজ সেবক আলমগীর হোসেন চৌধুরী, জলিল আকন্দ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, প্রাক্তন সহকারী শিক্ষক রাশিদা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া বেগম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মামুন ফেরদৌস। ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা ছিলেন স্থানীয় যুবসমাজ এ এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। খেলাধুলা করলে মেধার বিকাশ ঘটে এবং দেহ ও মন ভালো থাকে। বক্তারা আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ফাউন্ডেশন, মূল ভিত্তি। ফলে আজকের এই শিশু শিক্ষার্থীরাই আগামীর নতুন বাংলাদেশ গড়বে। ফলে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
যাযাদি/ এমএস