শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দর্শনায় বাছুরসহ গরুর মাংস বিক্রির অভিযোগ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৫, ১৬:৫৮
দর্শনায় বাছুরসহ গরুর মাংস বিক্রির অভিযোগ
ছবি: যায়যায়দিন

দামুড়হুদার দর্শনায় বাছুরসহ গরু জবাই করে সেই মাংস বিক্রয় করায় কসাইদের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ করে এলাকাবাসী বলেন, নিয়মিত তদারকি কিংবা ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট বসানোর জোর দাবী তুলেছেন ভোক্তারা। প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত এসব অসাধু ব্যবসায়ীদের কবলে পড়ে।

রোববার (২ মার্চ )দর্শনা পিলখানায় বাছুরসহ গরু জবাই করেন কসাই শুকুর আলী ও কসাই কালু, শামীম, মামুন, রফিক ও সাজসহ ৫/৬ জন। ঐদিন জবাইকৃত গরুর পেট থেকে বাছুর বের হলে এসব অসাধু কসাইরা বাছুররটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখে।

ঐ গরুর মাংস বিক্রয় করতে থাকে কসাইরা। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাছুরটি উদ্ধার করেন। খবর পেয়ে সংবাদকর্মীরা সরজমিনে গিয়ে বাছুরসহ মাংস বিক্রেতা কসাইরা কৌশলে মাংসো নিয়ে পালিয়ে যায়।

এ সময় শতশত হাটের লোকজন কসাইদের বিচারের দাবীতে ক্ষোভে ফেটে পড়েন। শাস্তি দাবী করেন তাদের । জবাইকৃত গরুর পেটে থাকা বাছুরটি উদ্ধার করে দর্শনা থানা পুলিশ।

এলাকাবাসীদের অভিযোগ দর্শনা পৌরবাসী সর্বত্রই এখন কসাইদের কাছে সাধারণ ভোক্তারা জিম্মি হয়ে পড়েছে। কসাইরা হর হমেশাই বে-পড়োয়া ভাবে এসব অসুস্থ্য গরু, ছাগল,ভেড়া ও মহিস জবাই করে সেই মাংস বিক্রি করছে। যেন দেখার কেউ নেই। শুধু তাই নয় এসব অসাধু কসাইরা অধিক লাভের আশায় সুযোগ পেলেই গরুর মাংসের সাথে মহিসের ও ছাগলের মাংসের সাথে মিশিয়ে বিক্রি করছে।

তাছাড়াও কসাইরা এখন মাংস বিক্রি করতে না পারলে ঐ মাংস ফ্রিজে রেখে পরের কিংবা ২/৩ দিন পরেও সেই মাংসের সাথে মাংস মিশিয়েও বিক্রি করছে বলে অভিযোগ ওঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করে হাট-বাজারগুলোতে আরো বেশী তদারকি বাড়িয়ে অসাধু কসাই মাংস ব্যবসায়ীদের শাস্তির ব্যবস্থা করতে জোর দাবী জানিয়েছে স্থানীয়রা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে