মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাবুগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৫, ১৭:১৪
বাবুগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতীকি ছবি

বরিশালের বাবুগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে বিথী আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। রোববার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাশ্নীর গ্রামের নিজ ঘরের আরার সাথে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

বিথী আক্তার ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং ওই এলাকার মোঃ বারেক প্যাদার ৩য় মেয়ে।

স্থানীয়রা জানায়, ‘বিথী আক্তার কিছুদিন আগে নিজ হাতের একটি স্বর্নের ব্রেসলেট হারিয়ে ফেলে। সেটা নিয়ে ওর মায়ের সঙ্গে অনেক রাগারাগি হয়। এরপর রাগ করে বিথি ওর বোনের বাড়িতে চলে যাই। রোববার সকালে ওর বোন বিথিকে নিয়ে বাড়িতে আসে। বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে বিথি আক্তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গলার ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আমরা মৃতদেহটি উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য প্রেরণ করবো।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে