মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আল হিলাল

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১২:২৩
ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আল হিলাল
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

ক্লাব বিশ্বকাপের ইতিহাসে অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। অরল্যান্ডোতে অনুষ্ঠিত এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের স্মরণে থেকে যাবে বহুদিন।

ম্যাচে প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেন বার্নার্দো সিলভা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই উত্তেজনা ছড়ানো এক নাটকীয় দৃশ্যের সাক্ষী হন দর্শকরা। আল হিলালের মার্কোস লিওনার্দো, ম্যালকম এবং সিটির তারকা স্ট্রাইকার এরলিং হালান্ডের গোলের পর খেলাটি সমতায় চলে আসে। এরপর ম্যাচ চলে অতিরিক্ত সময়ের দিকে।

৯৪ মিনিটে কালিদু কুলিবালির হেডারে একবার এগিয়ে যায় আল হিলাল, কিন্তু সিটির ফিল ফোডেন ১০৪ মিনিটে ম্যাচকে আবার সমতায় ফেরান। অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে রিবাউন্ড থেকে মার্কোস লিওনার্দো পায় তার চূড়ান্ত গোলটি, যা আল হিলালের জন্য ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে।

এ জয়ের ফলে আল হিলাল কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে। ম্যাচ শেষে আল হিলালের নায়ক মার্কোস লিওনার্দো বলেন, “এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।”

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ম্যাচ শেষে বলেন, “আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু আজকের রাতটা ছিল আল হিলালের।”

এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ার আরও এক ধাপ এগিয়ে গেল আল হিলাল, এবং ফুটবল বিশ্বের আলোচনায় উঠে এল তাদের অবিস্মরণীয় জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে