মতলব দক্ষিণ উপজেলা সদরের পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। রোববার বেলা এগারোটায় তিনি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং বসতঘর পুড়ে যাওয়া সুইপার পরিবারদের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্তনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সুইপারদের পুনর্বাসনে এবং দোকান মালিকরা যেন পুনরায় স্বাভাবিকভাবে ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য সরকারি তহবিল থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক আমজাদ হোসেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও সুইপার পরিবারের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়ার পরামর্শ দেন। দ্রুত সময়ের মধ্যে সহায়তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার,মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার,সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আমির খসরু প্রধান, ব্যবসায়ী মনির হোসেন বেপারী,মেহেদী হাসান মহসিন,মাসুদুল ইসলাম সোহাগ প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ও ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
যাযাদি/ এসএম