বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মিরপুরে জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ২০:২৮
আপডেট  : ০৪ মার্চ ২০২৫, ২০:২৯
মিরপুরে জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার মিরপুরে জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং দুই লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন।এ সময় সেনাবাহিনী, ডিবি ও থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মে‌ডি‌কেল প্র‌্যাক‌টিস ও বেসরকা‌রি ক্লি‌নিক ও ল‌্যাব‌রেট‌রি (‌নিয়ন্ত্রণ) অধ‌্যা‌দেশ ১৯৮২ এর ধারা ১৩(২) মোতা‌বেক ক্লিনিকের ম্যানেজার সোহেল মোল্লা কে ৫,০০০/- অর্থদন্ড, অনাদা‌য়ে ০৭ দি‌নের বিনাশ্রম কারাদন্ড এবং একইসা‌থে সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী সেবা প্রদান করা হ‌চ্ছে ম‌র্মে প্রতীয়মান হওয়ায় ভোক্তা অ‌ধিকার আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতা‌বেক ক্লিনিকের মালিক রহমত আলী রব্বান কে ২ লক্ষ টাকা অর্থদন্ড, অনাদা‌য়ে ৩০ দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হ‌য়ে‌ছে।

সমুদয় অর্থদন্ড ২ লক্ষ ৫ হাজার টাকা ঘটনাস্থ‌লেই আদায় শেষে জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। তবে ওই সময়ে একজন সিজারিয়ান পেশেন্ট থাকার কারণে তাকে ক্লিনিকটির বিপরীতে অবস্থিত মিরপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল স্থানান্তরিত করা হয়।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে