বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৪

শার্শা (যশোর) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৫, ১৯:৪১
শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৪
ছবি: যায়যায়দিন

যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), যাদবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে সাগর মিয়া (২৩), পশ্চিম কোটা গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং জিরেনগাছা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা খোরশেদ আলম (৫৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা নিজ নিজ এলাকায় ঘুরাফেরা করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশের একটি দল ওইসব এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি জিয়ারুল, সাগর মিয়া ও আব্দুল মান্নানকে আটক করে।অপর এক অভিযানে উপজেলার উলাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটককৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে