দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ধর্ষন বিরোধী লিফলেট, ব্যনার ও ফেস্টুন নিয়ে ছাত্রদলের জেলা ও কলেজ শাখার নেতৃবন্দসহ সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়।
জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সোমেন, সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রাসেল, কেসি কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুল আল মাসুম ও সদস্য সচিব মেহেদী হাসান ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
যাযাদি/ এমএস