ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন দিনব্যাপী ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কৃষি অফিসের সামনে এ মেলা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।উপজেলার কৃষি অফিসে কৃষি পণ্য ও সেবার ১০টি বিভিন্ন ধরনের স্টলে প্রদর্শনী হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ একরামুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মনিরা কায়ছান। সরাইল থানার ওসি মোঃ রফিকুল হাসান প্রমূখ।
যাযাদি/ এসএম